আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ানস ট্রফিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। আজ রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার খবরে চমক বলতে লিটন দাসের বাদ পড়া। এছাড়া দলে ফরেননি তামিম ইকবাল ও সাবিক আল হাসান। এ দুই জনের ফেরার সম্ভাবনা অবশ্য ছিল না তেমন। ওয়নডে ক্রিকেটে লিটন দাসের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সই তাকে দল থেকে দূরে রেখেছে।
ঘোষিত দলে আছেন নামজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিত হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং পারভেজ ইমন।