
প্রকাশ:
সোমবার, মে ৫, ২০২৫ || ০৪:৪১
দেখা হয়েছে 225
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুইজন আটক
প্রকাশ:
সোমবার, মে ৫, ২০২৫ || ০৪:৪১
225
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে গাঁজার একটি চালানসহ ২ জনকে আটক করেছে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জব্দ করা হয় ১৩ টি প্যাকেট ভর্তি ১৫ কেজি পরিমাণ গাঁজা।
সোমবার(৫ মে) আনুমানিক বেলা ১১ টা থেকে দুই ঘণ্টার বেশি সময়ের অভিযানে গাঁজার চালানটি আটক করে ময়মনসিংহ ডিএনসি বিভাগীয় গোয়েন্দা শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার এসআই মো. মোস্তাফিজুর রহমান।
এসআই মো. মোস্তাফিজুর রহমান বলেন,' মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে আমরা গোপন সংবাদ পাই যে, একটি পিকাপভ্যানে গাঁজা পরিবহন করে ময়মনসিংহে ঢুকছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি স্যারের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বর সংলগ্ন পিকাপভ্যানটিকে সংকেত দিয়ে দাঁড় করাই। এসময় চালক ও তার সহযোগিকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাদের দেহ এবং গাড়ি তল্লাশি করে ১৩ টি পুটলায় থাকা ১৫ কেজি গাঁজা উদ্ধার করি। তল্লাশি শেষে পিকাপভ্যানটি জব্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানায় আকটকৃত দুই ব্যক্তির নামে মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে আটকৃতরা হলো- মো. মামুন মিয়া(২৫),সাব্বির(২৩)। তারা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
অভিযানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়া । অভিযান টিমের সদস্যরা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।