
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপের চাচা দেলোয়ার হোসেন দিলু (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ভাতিজা মো. এনামুল হককে (৪০) আটক করে।
আজ শুক্রবার বিকেলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, নিহতের পক্ষ থেকে এ ঘটনায় এখনও মামলা রুজু করা হয়নি। লাশ দাফনের পর তাঁরা থানায় আসবেন বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায় উপজেলার শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার পুত্র হচ্ছেন দেলোয়ার হোসেন। তাঁর সাথে চাচাতো ভাই হামিদুল হকের পুত্র এনামুল হকের জমিজমার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত কয়েকদিন আগে এনামূল হক বিতর্কিত জমি থেকে গাছে কেটে নিচ্ছিলেন। এ নিয়ে চাচা দেলোয়ার প্রশাসনের কাছে অভিযোগ করেণ।এ ঘটনায় এনামূল হক চাচার প্রতি ক্ষুদ্ধ হন।
গতকাল বৃহস্পতিবার ধারালো দা দিয়ে দেলোয়ার হোসেনকে কুপিয়ে আহত করেন এনামুল। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী রুমা আক্তারকেও কোপানো হয়।
গ্রামের লোকজন আহত দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় পথিমধ্যে দেলোয়ার হোসেন মারা যান।