
প্রকাশ:
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ || ০৮:১৯
দেখা হয়েছে 60
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি : সংগ্রহীত


পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গৌরীপুরের সন্তান মো. কামরুজ্জামান (পিন্টু)
প্রকাশ:
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ || ০৮:১৯
60
মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরুন কৃষ্ণপুর গ্রামের (অব:) অতিরিক্ত কৃষি অফিসার মো: আবুল হাসিম ও মিনা পারভীন দম্পতির কনিষ্ঠ পুত্র মো: কামরুজ্জামান (পিন্টু) চীনের Northeast Agriculture University থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।
কামরুজ্জামান সাইন্টিফিক অফিসার পদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)২০১৩ সালে যোগদান করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে সিনিয়র সাইন্টিফিক অফিসার পদে কর্মরত আছেন। তিনি এর পূর্বে দক্ষিণ কোরিয়ার Kyungpook National University থেকে ২০১৭ সালে Food Security and Agriculture Development বিষয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে বিএসসি ইন্জিনিয়ারিং (কৃষি প্রকৌশল) এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম এস সম্পন্ন করেন।
ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। পুত্র মো: আবরার ফাইয়াজ ও কন্যা সেহেরিস আনাবিয়া এর জনক।