
আজ রোববার দেড়টায় ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব। এবারের টুর্নামেন্টের বাকি খেলা চলবে ঢাকাতেই। এখনো লীগ পর্বের বাকি রয়েছে ১০টি ম্যাচ। লীগপর্ব শেষে প্লে অফ ও ফাইনালসহ আরও চারটি ম্যাচ হবে ঢাকাতেই।
বিপিএলের এবারের আসারে এখনো চুড়ান্ত হয়নি প্লে অফ। কাগজে-কলমে এখনো সাতটি দলই টিকে আছে টুর্নামেন্টে। তবে ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পাওয়া ঢাকা ও ৯টি ম্যাচে ২টি জয় পাওয়া সিলেট এবারের আসরে টিকে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই হয়। এছাড়া পয়েন্ট তালিকায় খুব ভালো অবস্থানে নেই দুর্বার রাজশাহীও।অন্যদিকে দারুণ খেলে এবারের আসরে এরমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।