
প্রকাশ:
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ || ০৬:০৭
দেখা হয়েছে 231
কেন্দুয়া প্রতিনিধি
হোম /
খবর
ছবি :মুক্তদিন
কেন্দুয়ায় এক রাতে একই গ্রাম থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরি
প্রকাশ:
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ || ০৬:০৭
231
কেন্দুয়া প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতে একই গ্রাম থেকে দুটি সিএনজিচালিত অটোরিক্সা চুরি হয়েছে । এতে দিশেহারা হয়ে পড়েছেন চালকেরা। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সুরুজ আলীর ছেলে আব বকর সিদ্দিক ও তার নিকটাত্মীয় মোহর আলীর ছেলে মো.আল আমিনের সিএনজিচালিত অটোরিকশা দুটি বাড়ির উঠানেই রাখা ছিল। ওই অবস্থায় চোরেরা গভীর রাতে অটোরিকশা দুটি নিয়ে যায়। পরে ভোর রাতে এ ঘটনা জানাজানি হয়। চুরি হওয়া অটোরিকশা দুটির দাম প্রায় সাত লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত চালকেরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত চালক আবু বকর সিদ্দিক জানান,“জীবিকা নির্বাহের জন্য সিএনজিচালিত গাড়িগুলোই ছিল আমাদের প্রধান সম্বল। এখন কিভাবে কী করব বুঝে উঠতে পারছি না। চোরেরা আমাদের বড় ধরণের ক্ষতি করে ফেলেছে।”
শুক্রবার বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিএনজিচালিত অটোরিকশা চুরির বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।