
শীত বসেছে জেঁকে
শীত বসেছে জেঁকে
যে শিশুটি পথের পাশে
যাচ্ছে শীতে বেঁকে
হিমেল হাওয়া হিম কুয়াশায়
ভিজে
কষ্টে আছে কী যে!
কে দেবে ভাই একটু আদর
গরম কাপড় গরম চাদর
তারে
যে শিশুটি পথের পাশে কাঁপছে হাড়ে হাড়ে।
করের বোঝা
করের বোঝা
চাপছে কেবল
আমজনতার পিঠে
ব্যথা গিঁটে গিঁটে!
পিঠের কাঁটা
ভেঙ্গে গেলে
কেমনে হবো সোজা
আমরা হলাম
কলুর বলদ
থাকব হয়ে গোজা।
ছিন্ন মুকুল
চোখ দুটো ঘোলা
মনে নেই দোলা
খকখকে কাশি
মুখে নেই হাসি
নেই জুতো জামা
বড়লোক মামা
পেট ফোলে ঢোল
ছিন্ন মুকুল।
বাঘ!
পেনসিলে আঁকা
নাক মুখ বাঁকা
বাবা রে বাবা..
দেয় বুঝি থাবা
কী যে এক ভিউ রে
গা উঠে শিউরে
ডোরাকাটা দাগ!
বাঘ! বাঘ!! বাঘ!!!
ছড়াকারের পরিচিতি:
ফজলুল হক পরাগ
ময়মনসিংহ জিলাস্কুলের সহকারী শিক্ষক (বাংলা)
প্রকাশিত ছড়াগ্রন্থ : কাটুস কুটুস, ঐতিহ্য (বইমেলা ২০২২)
ইমেইলঃ
fhaque981@gmail.com