সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

ময়মনসিংহে আইপিডিসির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

প্রকাশ:

শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ || ০৬:৩৫

545

মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহে আইপিডিসির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

ছবিঃ মুক্তদিন

আইপিডিসি ফাইন্যান্সের ময়মনসিংহ শাখার উদ্যোগে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। গত বুধবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী 'হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়’, দাপুনিয়া কেজিএস আইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ডা. হালিমা খাতুন নার্সিং কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়।ৎ

 "জুলাই পুনর্জাগরণ তারুণ্যের ৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়
আইপিডিসি ফাইন্যান্স ময়মনসিংহ শাখার শাখা ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে এবং ভবিষ্য প্রজন্মের জন্য সুস্থ জীবন নিশ্চিত করে তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বৃক্ষরোপণের উদ্যোগে অংশগ্রহণ করতে হবেতিনি আরও বলেন,গাছ রোপণ আমাদের জাতীয় দায়িত্ব প্রতিটি মানুষকে এই কাজে এগিয়ে আসতে হবে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতের জন্য একটি মহান উদ্যোগ হয়ে থাকবে

কর্মসূচিতে আইপিডিসি ফাইন্যান্সের কর্মকর্তাগণ বিভিন্ন ফলজ, বনজ ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষ রোপণ করেন এসময় আইপিডিসি ফাইন্যান্স ময়মনসিংহ শাখার কর্মকর্তাগন, স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন

বৃক্ষ রোপণের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেন, “আমরা চাই আইপিডিসি ফাইন্যান্স পরিবেশ রক্ষার মহতি উদ্যোগ আগামীতে অব্যাহত রাখবে এবং বৃক্ষ রোপণ কার্যক্রমে তাদের প্রতিষ্ঠানকে মনোনীত করায় আইপিডিসি ফাইন্যান্সকে অসংখ্য ধন্যবাদ জানাই