
প্রকাশ:
সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫ || ০৭:১১
দেখা হয়েছে 121
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
হোম /
No menu name found
ছবি :মুক্তদিন
ঈশ্বরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
প্রকাশ:
সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫ || ০৭:১১
121
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ করেছে৷ অটোরিকশা ও মাহেন্দ্র গাড়ির চালকেরা আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার বটতলা বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ হয়।
মহাসড়কে বিক্ষোভের কারনে সৃষ্টি হয় যানজট। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
স্থানীয় সুত্র ও চালকেরা জানান, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নান্দাইল উপজেলার কানুরামপুর পর্যন্ত কমপক্ষে ১শ মাহেন্দ্র গাড়ি চলাচল করে আসছে। গত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় নেতারা ওইসব বাহন থেকে প্রতিমাসে ৩ হাজার ও প্রতিদিন ২শ করে টাকা আদায় করতো। এ নিয়ে তখন প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। কিন্তু গত ৫ আগষ্টের পর প্রেক্ষাপট পরিবর্তন হলে ওই সড়কে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। কিন্তু বেশি দিন তা বহাল থাকেনি। এর মধ্যে আনারও চাঁদা আদায় শুরু হয়। প্রতিবাদ করলে চাঁদাবাজদের হাতে মারধরের শিকার হয় অনেক চালক। এদিকে গতকাল রোববার দুপুরে বাবু নামে এক চালক নিজের মাহেন্দ্র গাড়ি নিয়ে কানুরামপুর গেলে ২ হাজার টাকা চাঁদা দাবি করে একজন। চাঁদা দিতে অস্বীকার করায় বাবুকে মারধর করা হয়। এ ঘটনায় বিচার চেয়ে সোমবার ঈশ্বরগঞ্জের বটতলা নামক বাজারে শতাধিক চালক একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে চাঁদা বন্ধের দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, প্রতিবাদি চালকদের বলা হয়েছে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে