রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / No menu name found

ময়মনসিংহে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর

প্রকাশ:

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫ || ১২:১৯

113

মুক্তদিন ডেস্ক

ময়মনসিংহে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর

ছবিঃ সংগ্রহীত

ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ সার্টিক হাউজ মাঠে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভাঙেন শিক্ষার্থীরা। এছাড়া গতকাল রাতে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ও বঙ্গমাতা নামের দুটি হলের নামফলক ভাঙেন শিক্ষার্থীরা।

রাত এগারোটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বৈষম্যবিরো্ধী শিক্ষার্থীরা শাবল ও হাতুড়ি দিয়ে ম্যূারলটি ভাঙেন। এ বিষয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বক্তব্য- স্বৈরাচার শেখ হাসিনা ভিডিও বার্তা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। এর প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা ভাঙচুর করেছে।

-----Ad1----