রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / No menu name found

ময়মনসিংহ মেডিকেল কলেজে রোটার‌্যাক্ট ক্লাবের কমিটি গঠন

প্রকাশ:

শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫ || ০১:০৯

106

মুক্তদিন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজে  রোটার‌্যাক্ট ক্লাবের কমিটি গঠন

সভাপতি আকিফ তানজিম

 

                                         Alone we can do so little
Together we can do so much
-Helen keller  
ময়মনসিংহ মেডিকেল কলেজে রোটার‌্যাক্ট ক্লাব অব ময়মনসিংহ মেডিকেল কলেজ এর কমিটি গঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির চ্যাটার্ড প্রেসিডেন্ট  হয়েছেন ডা. শেখ বসির আহাম্মেদ। সভাপতি ও সচিব হয়েছেন যথাক্রমে আকিফ তানজিম ও মাইনুল হাসান রিফাত।


সচিবঃ মাইনুল হাসান রিফাত

রোটার‌্যাকন্ট ক্লাব অব ময়মনসিংহ মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক এবং দেশের প্রথম শ্রেনীর নাগরিক হিসেবে যোগ্য অনুকরণীয় ডাক্তার সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় রোটার‌্যাক্ট ক্লাব অব ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি ব্লাড ডোনেশন কর্মসূচি,  ব্লাড গ্রুপিং ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প,  জনসচেতনতামূলক সেমিনারসহ নানা কাজের মাধ্যমে সমাজ দেশ উন্নয়নে অবদান রেখে আসছিল কিন্তু নানা কারণে ক্লাবটি ২০১৭ সালের পর গতিশীলতা হারিয়ে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর ক্লাবের চ্যাটার্ড প্রেসিডেন্ট ডা.শেখ বসির আহাম্মেদসহ অন্যান্য সিনিয়র রোটার‌্যাক্টবৃন্দ  ক্লাবটিকে পুনরায় গতিশীল করার লক্ষ্যে পদক্ষেপ নেনএর পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ সালের জন্য কার্যকরি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।  

নবগঠিত কমিটিটি নিন্মরূপ

চ্যাটার্ড প্রেসিডেন্ট : ডা. শেখ বসির আহাম্মেদ
সভাপতি : আকিফ তানজিম
সচিব : মাইনুল হাসান রিফাত

রোটার‌্যাক্ট ক্লাব অব ময়মনসিংহ মেডিকেল কলেজ এর মোটো: Fellowship Through Service.

রোটার‌্যাক্ট ক্লাব অফময়মনসিংহ মেডিকেল কলেজ, রোটারি ইন্টারন্যাশনাল, ময়মনসিংহ এর সমর্থিত জুনিয়র ক্লাব

-----Ad1----