
রাতের আঁধারে মুখে মাস্ক পরে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালানো হচ্ছে। ভাঙা হচ্ছে মোটরসাইকেল। ময়মনসিংহ নগরের হরিকিশোয় রায় সড়কের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে অন্তত ১৫ টি বাড়িতে হয়েছে এ হামলা। তবে কেন এ হামলা তার কারন অজানা বলে প্রচার হয়েছে বিভিন্ন মাধ্যমে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটাটর দিকে এ ঘটনা ঘটে বলে সিসি টিভির ফুটেজের সূত্রে বলা হয়েছে। এ এ হামলা নিয়ে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান আজ বুধবার বেলা পৌনে এগারোটার দিকে বলেছেন, হামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে এ হামলা কোন রাজনৈতিক কারনে নয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে। হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সে বিরোধপূর্ণ জমিতে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির বিষয় নিয়ে এ ধরণের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
সিসি টিভির ফুটেজ থেকে এ হামলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।সেখানে দেখা যায়, তরুণ বয়সী ছেলেরা মুখে মাস্ক পড়ে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালাচ্ছেন। একটি মোটরসাইকেলেও হামলাকারীরা ভাঙচুর করছেন। এ ঘটনার সময় হরিকিশোর রায় সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি সফিকুল ইসলাম খান আরও বলেন, দ্রুতই এ হামলার সঙ্গে জড়িতদের সংক্রান্ত করা হবে।