সোনালী
ব্যাংক পিএলসি এর অনলাইন
সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি জমা প্রদানের
লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে
সোনালী ব্যাংকের বিনা শাখার সাথে
কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের মধ্যে
সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল
সোমবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা
ইন্সটিটিউট (বিনা) এর সেমিনার
কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল
ম্যানেজার মো. রফিকুল ইসলাম। বিনা
শাখার ম্যানেজার ও সাবেক বিটিভি
বিতার্কিক আবুল কালাম আজাদের
সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিশ্ববিদ্যালয়
হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ
সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান
সরকার। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রফেসর ড. মোহাম্মদ বদিউজ্জামান
খান, কৃষিবিদ ড. ফারুক আহম্মদ,
প্রফেসর ড. মারজিয়া রহমান,
প্রফেসর ড. আনিসুর রহমান,
ড. মো. কামরুল ইসলাম
খান। সমঝোতা
স্মারকে সোনালী ব্যাংকের পক্ষে
স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি
জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার এবং কৃষি বিশ্ববিদ্যালয়
হাই স্কুলের পক্ষে স্বাক্ষর করেন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসিস্ট্যান্ট
জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা
, মো. আব্দুস সাত্তার মজুমদার,
সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাহিদুল
ইসলাম, সুমিত গুন, মো.
ইফতেখার হোসেন, মো. খায়রুল
ইসলাম। অনুষ্ঠানে
কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের সহকারি
শিক্ষক ও ম্যানেজিং কমিটির
সদস্য সুলতান আহম্মদ, মো.
রহমত আলীসহ বিদ্যালয়ের সকল
শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানের
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রিন্সিপাল অফিসার
শফিকুল ইসলাম, মো. মোকাররম
হোসেন, সিনিয়র অফিসার শামছুন্নাহার
শিমু, দোলন আরা নাজমা,
সুলতানা মমতাজ, শামীমা আফরোজ,
ফরিদা ইয়াসমিন, নাজমুনুনাহার, নিজুয়া চৌধুরী, শেলিনা
আক্তার, অভিজিৎ সরকার, জাহাঙ্গীর
আলম, মোস্তফা মোর্শেদ, মো. ফারাবী সরকার
এবং ইউনুছ আলীসহ সকল
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।