রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক-সংকটে মিলছে না কাঙ্খিত সেবা, রোগীদের দুর্ভোগ

প্রকাশ:

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ || ০৭:১৮

187

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

চিকিৎসক-সংকটে মিলছে না কাঙ্খিত সেবা, রোগীদের দুর্ভোগ

চিকিৎসকের অপেক্ষায় লাইনে দাঁড়ানো রোগীদের একাংশ। গতকাল বৃহস্পতিবার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমরেপ্লক্সে। ছবিঃ মুক্তদিন

বদলি, প্রেষণে অন্যত্র সংযুক্তি শুন্যপদ পুরণ না হওয়ার কারণে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দেখা দিয়েছে ফলে দুরদুরান্ত থেকে চিকিৎসার জন্যে আসা রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অবস্থান করে দেখা যায়, রোগীরা টিকিট কেটে চিকিৎসক দেখানোর জন্য বিভিন্ন কক্ষের দিকে ছোঁটাছুটি করছেন কিন্তু চিকিৎসকের দেখা মিলছে না

স্বাস্থ্য কমপ্লক্স সূত্রে জানায়, হাসপাতালে ১০টি কনসালটেন্ট (পরামর্শক) পদ রয়েছে কিন্তু  এরমধ্যে দুজন চিকিৎসক সপ্তাহে দু-এক দিন আসেন বাকী চিকিৎসকগণ প্রশিক্ষণের জন্য বাইরে রয়েছেন বলে জানায় কতৃপক্ষ।

গতকল বৃহস্পতিবার কনসালটেন্ট পদের কোনো চিকিৎসককে বহির্বিভাগে পাওয়া যায়নি বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) কার্যালয়ে গিয়ে তাঁকেও পাওয়া যায়নি তিনি একটি মিটিংয়ে অংশ নেওয়ার জন্য জেলায় অবস্থান করছেন বলে সূত্রটি জানায়

জানা যায়, হাসপাতালে অর্থোসাজারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট প্রেষণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত হয়েছেন ফলে বিভাগ থেকে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে এছাড়া হৃদরোগ, মেডিসিন শিশু বিভাগে চিকিৎসক না থাকায় তিনটি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে

উপজেলার কালেঙ্গা গ্রামের মোছা. আমেনা বেগম (৩৫) নামে একজন রোগী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে গত সপ্তাহে তিনি কনসালটেন্ট দেখিয়েছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দ্বিতীয়বার দেখানোর কথা ছিল কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক না পেয়ে তিনি হতাশ কাকে দেখাবেন তা বুঝতে পারছেন না কোনো কক্ষে চিকিৎসকের দেখা পাননি

বহির্বিভাগে চিকিৎসক না পেয়ে অনেক রোগী জরুরি বিভাগে গিয়ে ভিড় করেছেন ফলে সেখানে আসা রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে অন্তবিভাগে গিয়ে দেখা যায় ৫০ শয্যার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে শয্যার অতিরিক্ত ভর্তি রোগীরা বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন

দাপ্তরিক আরেকটি সূত্র জানায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে চারশর বেশি রোগী চিকিৎসা সেবা নিতে আসেন এছাড়া জরুরি বিভাগে আসেন দুইশর বেশি রোগী বিপুল পরিমাণ রোগীর বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই জরুরী বিভাগে তিনজন চিকিৎসক (মেডিকেল অফিসার) পালা করে দায়িত্বপালন করে থাকেন অন্যসব বিভাগে চিকিৎসক না থাকায়  দূরদুরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তির মাত্রা অনেক বেড়ে গেছে

সম্প্রতি অন্যত্র বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর ভাট প্রতিবেদককে জানিয়েছিলেন, হাসপাতালে নুন্যতম চিকিৎসা সেবা দিতে আরও চিকিৎসকের প্রয়োজন রয়েছে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অসংখ্যবার চিঠি লিখে চিকিৎসক চেয়েছেন গত বছরের ২৪ অক্টোবর পাঠানো একটি চিঠির বিবরণে জানা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতটি জুনিয়র কনসালটেন্ট ১৩ টি মেডিকেল অফিসারের পদ শুন্য রয়েছে

সম্প্রতি যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রতিবেদককে বলেন, একটি জরুরী সভায় যোগ দেওয়ার জন্য তিনি ময়মনসিংহের সিভিল সার্জনের কার্যালয়ে গেছেন তার সাথে দুজন কনসালটেন্টও রয়েছেন হাসপাতালে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সাথে কথা বলেছি এছাড়া চিকিৎসক সংকটের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য চিঠি পাঠানো হবে

 

 

-----Ad1----