বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

আর্জেন্টিনার মার্তিনেস জিতলেন গোল্ডেন গ্লাভস

প্রকাশ:

মাঘ ৪ ১৪২৮ || সন্ধ্যা 6:55

61

মো: তানজিম হোসেন

আর্জেন্টিনার মার্তিনেস জিতলেন গোল্ডেন গ্লাভস


টাইব্রেকারে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে রাখলেন দারুণ অবদান।

রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালের পাশাপাশি আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিতলেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার ও ফ্রান্সের ফাইনাল নির্ধারিত সময় ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়া টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব জয়ের আনন্দে মাতল লাতিন আমেরিকার দলটি।

পেনাল্টি শুটআউট কিংসলে কোমানের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। পরের শট অহেলিয়া চুয়ামেনি মারেন বাইরে। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে জাল খুঁজে নেন মেসি-দিবালা-পারেদেস-মনতিয়েল।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমি-ফাইনালে তোলেন মার্তিনেস।

ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে এই বিশ্বকাপ তার পরিবারকে উৎসর্গ করার কথা বলেন তিনি।