বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

খেতেই নষ্ট করে দেওয়ার পর আবারও দাম বাড়ছে ফুলকপির

প্রকাশ:

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫ || ০২:০৪ PM

62

মুক্তদিন প্রতিবেদনঃ

খেতেই নষ্ট করে দেওয়ার পর আবারও দাম বাড়ছে ফুলকপির

ছবি ; মুক্তদিন
গত রোববার ময়মনসিংহ নগরের জেলখানার ঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার পর দেখা গেল একজন বৃদ্ধ (নাম প্রকাশ করতে অনাগ্রহী) ফুলকপি নিয়ে বসে আছেন। বৃদ্ধের সঙ্গে কথা বলে জানা গেল, মাত্র দেড়'শ টাকায় তিনি কিনেছেন ২৫০টি ফুলকপি।  প্রতিটি ফুলকপি তিনি বিক্রির জন্য ৫ টাকা করে দাম চাইছেন ক্রেতাদের কাছে। তবে ক্রেতারা ৫ টাকাতেও কিনছেন না।

ফুলকপির এমন সস্তা দামের কারন জানতে চাইলে বৃদ্ধ জানান, বাজারে দাম কম থাকায় চরের কৃষকেরা এখন খেতের ফুলকপি খেতেই কেটে ফেলে দিচ্ছেন। অনেকেই গরু- ছাগল দিয়ে খাওয়াচ্ছেন খেতের ফুলকপি।

বৃদ্ধের এমন কথায় কৌতুহলী হয়ে ওইদিনই ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের কাচারিবাজারে গিয়ে খোঁজ নেওয়া হয়। কৃষদের সঙ্গে কথা বলে ওই বৃদ্ধের বক্তব্যের সত্যতা পাওয়া যায়। পরাণগঞ্জ বাজার থেকে  কাচারিবাজার পর্যন্ত যেতে যেতে রাস্তার দুই পাশে দেখা যায়, ফুলকপি খেতেই কেটে ফেলে দিচ্ছেন কৃষকেরা। আবদুর রহমান নামের একজন কৃষক বলেন, বাজারে ফুলকপির দাম নাই। রিকশা দিয়ে ফুলকপি বাজারে নিয়ে গেলে বিক্রির টাকায় রিকশা ভাড়াই হয় না। এ কারনে অনেকেই ফুলকপির চাষ এ বছরের জন্য ছেড়ে দিয়েছেন। জমিকে পরবর্তী চাষের জন্য প্রস্তুত করতে হবে।

দাম কম হওয়ায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র চরের কৃষকেরা ফুলকপির খেত নষ্ট করে দিলেও নগরের বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। আজ মঙ্গলবার ময়মনসিংহ নগরের সানকিপাড়া বাজারে সবজির দোকানে দেখা যায়, ফুলকপির দাম আবারও বাড়ছে। সবজির দোকানি ও ক্রেতারা জানান, এক সপ্তাহ আগেও ফুলকপির দাম ছিল কম। ওই সময় একজন জোড়া ফুলকপি ২০ টাকায় বিক্রি হয়েছে। ছোট আকারের ফুলকপি ২০ টাকা হালিও বিক্রি হয়েছে।  তবে গত দুই দিনে আবারও বেড়েছে দাম। আজ বাজার ঘুরে দেখ যায়, মাঝারি আকারের ফুলকপির জোড়া ৩০ টাকা। সবজি ব্যবসায়ীদের ধারণা আগামী কয়েকদিনে ফুলকপির দাম আরও বাড়বে।