
ময়মনসিংহ সিটি করাপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করার পর থেকে ডন পলাতক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পরপর তিনবার তিনি গ্রেপ্তার হযেছেন।
সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় জেলগেট থেকে তিনি গ্রেপ্তার হন। এর আগে গত ২৫ অক্টোবর তিনি রাজধানীর উত্তরা থেকে প্রথমবার গ্রেপ্তার হন। জামিনে মুক্ত হওয়ার পর গত ২ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয়বার গ্রেপ্তার হন। গতকাল রোববার তিনি উচ্চ আদালত থেকে একটি মামলায় জামিনে মুক্ত হয়। তবে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে যাওয়ার সময় জেলগেটে আবারও তিনি গ্রেপ্তার হন ময়মনসিংহ কতোয়ালি পুলিশের হাতে।
ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহের আলোচিত সাগর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আসিফ হোসেন ডন। যে কারনে জামিনে মুক্তি পাওয়ার পর অপর একটি মামলায় তাকে আবারও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসিফ হোসেন ডন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও তিনি ৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটুর আত্নীয় বলে প্রচার রয়েছে।