যতরত শাহজালাল আন্তজার্তিক বন্দরে অবতণের পর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানটিতে তলাশি চালাচ্ছে বলে জানা গেছে।
হুমকির পর বিজি-৩৫৬ বিমানটি আজ বুধবার সকাল নয়টার দিকে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্ধরে বিমানটি জরুরী অবতরণ করে।পরে সকাল সাড়ে দশটায় বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানটি তল্লাশি শুরু করে।
বিমানটি অবতরণের পর নিরাপত্তর স্বার্থে শুধূ যাত্রীদের বিমান থেকে নামানো হলেও তাদের ব্যাগ বিমানে রয়ে গেছে। ওইসব ব্যাগও তল্লাশি হবে। যাত্রীদেরও রাখা হয়েছে টার্মিনালে। বিমানটি তল্লাশি শেষে নিরাপদ ঘোষণার পর যাত্রীদের ইমিগ্রেশন হবে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে বিমানটি রোমের বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। এতে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।