রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলিশের হাতে আটক

প্রকাশ:

শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ || ০৪:৩৭

117

মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলিশের হাতে আটক

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম(৫৫) ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো.খোকন মিয়া(৩৮) কে  আটক করেছে পুলিশ। 

আজ(১৯ এপ্রিল) শনিবার ভোরে নিজ বাড়ির পাশের রাস্তা থেকে আব্দুস সালাম ও খোকন মিয়াকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তারা উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা। সালাম ওই গ্রামের মৃত উসমান গণি মিয়ার ছেলে এবং খোকন মিয়া একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান  চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য খোকন মিয়াকে  বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
-----Ad1----