প্রকাশ:
বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫ || ০২:০৫ PM
দেখা হয়েছে 94
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
১৭ বছর পর কারামুক্ত হলেন ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর
প্রকাশ:
বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫ || ০২:০৫ PM
94
মুক্তদিন প্রতিবেদনঃ
ছবি : সংগ্রহীত
মিথ্যা ও প্রতিহিংসামুলক মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে বের হওয়ার পর তিনি ছাদখোলা গাড়িতে করে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন
লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। বাবর নেত্রকোনা জেলার মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ভাটি বাংলার অত্যন্ত জনপ্রিয় মানুষ। আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘ ১৭ বছরের বেশি সময় কারাগারে ছিলেন। তার মুক্তির দাবিতে দেশে বিভিন্ন সময় আন্দোলন কর্মসুচি পালিত হয়েছে। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এ দাবি আরও জোরালো হয়।
বাবরের মুক্তির খবরে তার নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্য। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জ কারাগারের জড়ো হয়। নেতাকর্মীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর আজ দুপুর ২ টায় তিনি কারাগার থেকে বের হয়ে আসেন বাবর। ওই সময় তিনি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত
হন। ওই সময় তিনি ছাদ খোলা গাড়িতে চরে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।
কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সবার আগে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
গত মঙ্গলবার লুৎফুজ্জামান বারর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায়ে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পান। এরপর থেকেই মানুষ তার মুক্তির ক্ষণটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে।