
আজ সোমবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের অয়োজন করেন সৈয়দ এমরান সলেহ প্রিন্স। সে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।
ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয। সেখানে নিজের বক্তব্যে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাষ্ট্রীয় সকল শক্তির মর্যাদা সুরক্ষিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । রাষ্ট্রীয় শক্তিকে দুর্বল , বিতর্কীত ও অসম্মানিত করা মনে রাষ্ট্রকে অসম্মানিত করা । তিনি বলেন , অপার সম্ভাবনাময় ধোবাউড়া উপজেলার সার্বিক উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে তিনি কাজ করতে আগ্রহী ।
প্রিন্স
আরও বলেন ময়মনসিংহ -১
নির্বাচনী এলাকার উন্নয়নে ধোবাউড়া ও
হলুয়াঘাটকে তিনি সমান
গুরত্ব দেবেন ।
আলোকিত ময়মনসিংহ- ১
গড়তে তিনি সকলের
সমর্থন, সহযোগিতা ও
দোয়া কামনা করে
বলেন , জনগনের সমর্থন
পেলে তিনি ধোবাউড়ার বেকার
যুবকদের কর্মসংস্থান , গ্রামীণ জনগোষ্টির আর্থ
সামাজিক উন্নয়ণ , সন্ত্রাস ও
মাদকমুক্ত জনপদ , যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ , শিক্ষার প্রসার
, ধর্মীয় ও সম্প্রদায়গত সম্প্রীতি এবং
শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার প্রদান
করবেন ।
অয়োজিত ইফতার
মাহফিলে ধোবাউড়ার বীরমুক্তিযোদ্ধা , সরকারী-বেসরকারী কর্মকর্তা ,রাজনীতিবিদ , শিক্ষক
, সাংবাদিক ,ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি , ছাত্র
অভুত্থানের শহিদ পরিবারের সদস্য
ও আহত ব্যক্তিবর্গ , বিভিন্ন ধর্ম
, জাতি ,শ্রেণী ,পেশার
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতে ইফতার
মাহফিল মিলন মেলায়
পরিণত হয় ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , সাবেক উপজেলা চেয়ারম্যন মফিজ উদ্দিন ,ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক ,বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাসুদ, ২৪ এর ছাত্র গণ অভুত্থানের শহীদ মাজেদুলের ভাই মাওলানা জালাল উদ্দিন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সুলতান আহমেদ, মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার শিক্ষক মিরাজ উদ্দিন , জামাতে ইসলামী ধোবাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এরশাদুল হক , পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধোবাউড়া উপজেলা শাখার আহবায়ক ইয়াসিন আরাফাত তুষার , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ফরহাদ রব্বানি সুমন , মাহবুবউল আলম বাবুল বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন , ধোবাউড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা.উৎপল দাসসহ বিএনপি,জমায়াত,গণ অধিকার পরিষদ , ব্যবসায়ী, বিভিন্ন সমতি ও সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।