বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫ || ১২:২৬ PM

দেখা হয়েছে 104

মুক্তদিন খেলা ডেস্কঃ

হোম / খেলা

জাতীয় দল থেকে ছিটকে পড়ার পরই বিপিএলে লিটনের চমক

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫ || ১২:২৬ PM

104

মুক্তদিন খেলা ডেস্কঃ

জাতীয় দল থেকে ছিটকে পড়ার পরই বিপিএলে লিটনের চমক

ছবি : সংগৃহিত

চ্যাম্পিয়ানস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয় গতকাল রোববার দুপুরে। এবারের দল ঘোষণায় যতসামান্য চমক সেটা ছিল ডানহাতি ওপেনার লিটনকে  ঘিরেই।  লিটন দাসকে রাখা হয়নি চ্যাম্পিয়ানস ট্রফিতে অংশ নিতে যাওযা বাংলাদেশ দলে।

এমন খবরে নিশ্চয় হতাশ হয়েছিলেন লিটন দাস। সে হতাশাই হয়তো নতুন করে শুরু করার শক্তি জুগিয়েছে তাকে। যে শক্তির ফলস্বরূপ গতকাল সন্ধ্যায় বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে করেছেন ৫৫ বলে ১২৫ রান। লিটনের ইনিংসে ছিল ৯টি ছক্কা আর ১০ টি চার। লিটনের এমন বিধ্বংসী দিনে দারুণ ব্যাটিং করেও যেন কিছুটা চাপা পড়ে গেছে তানজিদের অসামান্য ইনিংসটা। ব্যাট হাতে বাহাতি এ ওপেনারও পেয়েছেন সেঞ্চুরি।

তানজিদ ৬৪ বলে খেলেছেন ১০৮ রানের দারুণ এক ইনিংস। ৮টি ছক্কা আর ৬টি চারে সাজানো ছিল তানজিদের ইনিংস। এ দিন দলীয় মোট সংগ্রহ ছিল ১ উইকেটে ২৫৪ রান। যা বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ; এমনকি বাংলাদেশের মাটিতে টি-টুয়েন্টিতে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সংগ্রহ।

ঢাকার হয়ে দুই বাহাতি ব্যাটারের অতিমানবীয় ইনিংসের দিনে রাজশাহীর বিপক্ষের ঢাকা জিতেছে ১৪৯ রানের ব্যাবধানে।