বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন

প্রকাশ:

বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫ || ১১:১২ AM

দেখা হয়েছে 35

মুক্তদিন খেলা ডেস্ক

হোম / খেলা

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ

প্রকাশ:

বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫ || ১১:১২ AM

35

মুক্তদিন খেলা ডেস্ক

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ

ছবিঃ বিপিএলের লগো

মুক্তদিন খেলা ডেস্কঃ

সিলেট পর্ব শেষে দুই দিনের বিরতি ছিল বিপিএলে। বিরতি ভেঙে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বেলা দেড়টায় প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল আগের দুই পর্বে তিনটি ম্যাচে জয় পেয়েছে।ঢাকা পেয়েছে মাত্র একটি জয়।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টা মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স।এবারের আসরে সর্বশেষ টানা তিন ম্যাচে জিতে দারুণ আত্নবিশ্বাসী চট্টগ্রাম। অপর দিকে আসরের পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে খুলনা টাইগর্সা

টি স্পোটর্স ও গাজী টেলিভিশন এবারের বিপিএলের সব ম্যাচ সরাসরি দেখাচ্ছে।