যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। আগামী ১৯ জানুয়ারি (রোববার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। টিকটিক অ্যাপের মালিকানা প্রতিষ্ঠা চীনের বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এ অ্যাপটি খুব জনপ্রিয়।
যুক্তরাষ্টে টিকটক অ্যাপ বন্ধের খবরটি আন্তজার্তিক সংবাদ সংস্থাগুলো ইতিমধ্যে নিশ্চিত করেছে।
খবরে জানা যায়, ২০২৩ সালে টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। টিকটকের সার্ভার চীনে হওয়ায় টিকটক ব্যবহারকারী মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীন হাতিয়ে নিতে পারে, এমন আশঙ্কা থেকেই যুক্তারাষ্ট্র টিকটক বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর আদালতে আপিল করে টিকটক কতৃপক্ষ। আপিলে হেরে যায় টিকটক।
যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১ কোটি ৭০ লাখ। অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার খবরে হতাশ হয়ে পড়েছেন দেশটি টিকটক ব্যবহাকারীরা। টিকটক থেকে আয় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আয়ে বড় ভূমিকা রাখে। গত বছরের এপ্রিল মাসে টিকটক নিষিদ্ধ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।