
লিবিয়ায় উপকূলে নৌকা ডুবে নিহত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় রেডক্রিসেন্ট। উদ্ধারকর্মীদের ধারণা মরদেহগুলো বাংলাদেশিদের।
তবে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনও নিহতদের পরিচয় সনাক্ত হয়নি বলে দাবি করেছে।
লিবিয়ায় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে এসব অভিবাসপ্রত্যাশির মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার থেকে ভূমধ্যসাগরের বেগ্রা তীরে এসব মরদেহ ভেসে আসতে থাকে। মরদেহগুলো গলিত অবস্থায় থাকা উপকূল থেকে ৪০ কিলোমিটার দূরে নিয়ে দাফন করা হয়।
উদ্ধারকারীদের ধারণা ২০ টি মরদেহই বাংলাদেশি নাগরিকের হতে পারে। তবে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি।
লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অসংখ্য অভিবাসনপ্রত্যাশী ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের উদ্দেশ্য অবৈধ ভাবে ছোট ছোট নৌকায় করে পাড়ি জমায়। আশংকা করা হচ্ছে এমন কোন নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হতে পারে।