বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন

প্রকাশ:

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ || ০৪:৩৬

দেখা হয়েছে 7

মুক্তদিন ডেস্ক

হোম / বিনোদন

জালিয়াতির অভিযোগে নায়িকা নিপুণের সদস্য পদ স্থগিত

প্রকাশ:

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ || ০৪:৩৬

7

মুক্তদিন ডেস্ক

জালিয়াতির অভিযোগে নায়িকা নিপুণের সদস্য পদ স্থগিত

ছবি : সংগ্রহীত
চলচ্চিত্র শিল্পি সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দেওয়ার অভিযোগ চিত্র নায়িকা নিপুণ আক্তারের সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পি সমিতি। গত রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 
জানা যায়, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে নিপুণ নিয়মবহির্ভূত ভাবে চলচ্চিত্র শিল্পি সমিতির প্যাডে একটি বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতিতে নিজেকে শিল্পি সমিতির সাবেক সাধারণ সম্পাদক পরিচয় দেন। এ বিষয়টির কারনে নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। এ অভিযোগ তার সদস্য পদ স্থগিত করেছে শিল্পি সমিতি। 
১৬ জুলাই নিয়মবহির্ভুত ভাবে দেওয়া বিবৃতিটি ওই সময় ফেসবুকেও প্রকাশ করেন নিপুণ। তাতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে গত ৩০ জুলাই শিল্পি সমিতির সভায় নিপুণকে কারন দর্শানো নোটিশ দেওয়া হয়। তবে কারন দর্শানো নোটিশের কোন জবাব দেননি নিপুণ। এতে শিল্পি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নিপুণের সদস্য পদ স্থহিত করা হয়েছে।