অরন্য ই. চিরান পেশায় একজন এনজিও কর্মকর্তা। ২০২৪ সালে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। এ দুটি পরিচয়ের পাশাপাশি তিনি একজন কবিও। মাতৃভাষা দিবসে মুক্তদিনে অরন্য ই. চিরানের দুটি কবিতা।
অরন্য ই. চিরান
মনে পরে কি বন্ধু তোমার
মায়ের মুখের সেই বুলি
ভালোবাসায় আদর করা
রাগহীন আর শাসনমাখা
সাবধানতার সেই গালি।
মায়ের ভাষার জাদুর ছোঁয়া
নইতো ছেলের হাতের মোয়া
হারিয়ে গেলে বুঝবি তোরা
কেমন করে বলবি কেঁদে
মায়ের কাছে ক্ষুধার জালা।
কোন ভাষায় স্বপ্ন দেখবি
মনের কথা কলমে লিখবি
না থাকলে বুঝবি তোরা
ভাষাহীনতার কষ্টের জালা।
ইংরেজী আর আরবি-ফার্সি
বলে বেড়াও অবলিলায়
মাতৃভাষা ছেড়ে দিয়ে
করছি যে ভুল আপন মনে
বুঝবি না তোরা একদিনে
যখন হারাবে চিরতরে।
তোমার সাথে জীবন মেলালে
অরন্য ই. চিরান
তোমার সাথে জীবন মেলালে হয়তো
সকালে উঠতাম প্রার্থনা করতাম
সময়মতো স্নান আর নাস্তা খেতাম
জীবনটা ছন্দহীন হতোনা হয়তো।
এলোমেলো ঘর বাসন-কোসন,
নদীর ঢেউয়ের মত বিছানাপত্র
চাকচিক্যহীন প্রিয় সন্তানদের মুখ
হতোনা হয়তো আমার সংসারে।
তোমার সাথে জীবন মেলালে আগলে রাখতে তোমার পাশে
অথবা বাহুবন্ধনে কাছে টানতে
একসময় খাওয়া দাওয়া শেষে
বিছানায় নিয়ে সুন্দর স্বপ্ন দেখাতে।
আজ তুমি পাশে নেই বলে
ছন্দহীন জীবন পার করছি নিয়ত
পরিপাটি কল্পনার সংসার অধরা আমার কাছে।
হয়তো এ জীবন অর্থহীনভাবেই চলে যাবে অনন্তে।