রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫ || ০১:৩৮

দেখা হয়েছে 243

মুক্তদিন ডেস্ক

হোম / আন্তর্জাতিক

সমুদ্রের পানির নিচে টানা ১২০ দিন বসবাস

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫ || ০১:৩৮

243

মুক্তদিন ডেস্ক

সমুদ্রের পানির নিচে টানা ১২০ দিন বসবাস

ছবিঃ সংগ্রহীত
জার্মান প্রকৌশলী রুডিগার কোচ। বয়স ৫৯ বছর। গত চারটি মাস তিনি বসবাস করেছেন সমুদ্রের নিচে। এ চার মাসে তিনি একবার সমুদ্রের নিচ থেকে ওঠেননি। গত শনিবার বিভিন্ন আন্তজার্তিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

চার মাস ধরে একটানা পানির নিচে বসবাস করে রুডিগার কোচ গড়েছেন বিশ্ব রেকর্ড। এর আগে একজন মার্কিন নাগরিক এমন কান্ড ঘটিয়েছিলেন বলেও জানা যায় সংবাদ মাধ্যমের সূত্রে। ওই মর্কিন নাগরিকের নাম জোসেফ দিতুরি। জোফেস দিতুরি সমুদ্রের নিচে বসবাস করেছিলেন টানা ১০০ দিন।

রুডিগার কোচ গত শনিবার টানা ১২০ দিন সমুদ্রের নিচে কাটিয়ে ওঠেন আসেন তীরে। তার ওঠে আসার সময় উপস্থিত ছিলেন গিনেস ওর্য়াল্ড রেকডর্সের বিচারক সুজানা রিয়েসে। সুজানা রিয়েসেই জানান রুডিগারের টানা ১২০ দিন বা চার মাস পানির নিচে বসবাসের ঘটনাটি গিনেস ওয়ার্ল্ড রেকের্ডে স্থান পেয়েছে। রুডিগারের সমুদ্র থেকে তীরে ওঠে আসার সময়টিকে ঘিরে হয়েছে নানা আনুষ্ঠানিকতা।

টানা চার মাস সমুদ্রের কিভাবে বসবাস করেছেন; এটি ভেবে এতক্ষণ ধরে যারা খুব কৌতুহলী হয়ে আছেন, তাদের জন্য সংবাদ হচ্ছে, রুডিগার পানামার একটি উপকূলের কাছাকাছি সমুদ্রের ১১ মিটার নিচে ছিলেন একটি ডুবো ক্যাপসুলের ভেতর।এ চার মাস তিনি সমুদ্রের নিচে একই জায়গায় থেকেছেন।

সমুদ্রের ভিতরে ছিল বলে এমন না যে তিনি খুব কষ্টে ছিলেন। রীতিমত আরাম-আয়েশেই ছিলেন তিনি। ৩২২ বর্গফুটের ওই ডুবো ক্যাপসুলের ভেতর ছিল সৌর বিদ্যুৎ, স্যাটেলাইট ইন্টারনেট, টেলিভিশন, কম্পিউটার এবং ব্যায়সের জন্য স্থির সাইকেল। ছিল একটি বহনযোগ্য টয়লেট।

সমুদ্র থেকে ওঠে আসার পর রুডিগার সাংবাদিকদের বলেন, সমুদ্রের নিচে বসবাসের যে অভিজ্ঞাতটা সেটি দারুণ। এ অভিজ্ঞতা বলে বুঝানো যাবে না। কেউ জানতে চাইলে তাকে সমুদ্রের নিচে বসবাস করতে হবে।

-----Ad1----