রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / বিনোদন

আইনের ওপর বরাবরই বিশ্বাস আছে পরীমনির

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫ || ০৫:৫৪

144

মুক্তদিন ডেস্ক

আইনের ওপর বরাবরই বিশ্বাস আছে পরীমনির

বিনোদন
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার একদিন পরই জামিন পেয়েছেন নায়িকা পরীমনি। পরোয়ানা জারির একদিন পর আজ সোমাবর আদালতে গিয়ে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে সাংবাদিকদের পরীমনি বলেন, আইনের ওপর বরাবরই আমার বিশ্বাস ছিল। এখনো আছে।ভবিষ্যতেও আইনের ওপর বিশ্বাস রাখতে চাই।

২০২১ সালে নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গতকাল রোবাবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ নিয়ে আবারও আলোচনায় আসেন আলোচিত নায়িকা পরীমনি। আজ সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।

-----Ad1----