রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন

প্রকাশ:

বৃহস্পতিবার, জানুয়ারী ৩০, ২০২৫ || ১১:৪২

দেখা হয়েছে 210

মুক্তদিন প্রতিবেদনঃ

হোম / আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র

হেলিকপ্টারের ধাক্কায় উড়োজাহাজ দ্বিখণ্ডি হয়ে নদীতে

প্রকাশ:

বৃহস্পতিবার, জানুয়ারী ৩০, ২০২৫ || ১১:৪২

210

মুক্তদিন প্রতিবেদনঃ

হেলিকপ্টারের ধাক্কায় উড়োজাহাজ দ্বিখণ্ডি হয়ে নদীতে

ছবিঃ মুক্তদিন

মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়েছে উড়োজাহাজের। এতে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে নাদীতে। স্থানীয় সময় গতকাল বুধবার রাত নয়টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আকাশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আন্তজার্তিক বিভিন্ন সংবাদ সংস্থা ইতিমধ্যে এ খবর প্রকাশ করেছে।

খবরে জানা যায়, দুর্ঘটনা কবালিত বিমানটির সন্ধানে বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ডুবরীদল। মার্কিণ গণমাধ্যমের খবরে আরও বলা হয়, উড়োজাহাজটির কাছাকাছি এলাকায় নদীতেই পড়েছে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। সামরিক এ হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা থাকার কথা বলা হয়েছে। আর দুর্ঘটনার শিকার উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্র ছিল বলে জানা গেছে। এতে হতাহতের বিষয়ে কোন নিশ্চিত খবর এখনও প্রকাশ হয়নি।




-----Ad1----