রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / বিনোদন

কিংবদন্তি শিল্পি

গান গাইতে গাইতে মঞ্চেই পড়ে গেলেন সাবিনা ইয়াসমিন

প্রকাশ:

শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫ || ০৯:১৬

277

মুক্তদিন ডেস্ক

গান গাইতে গাইতে মঞ্চেই পড়ে গেলেন সাবিনা ইয়াসমিন

ছবি : সংগ্রহীত

এক বছর পর গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের মঞ্চে গান গাইতে ওঠেছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পি সাবিনা ইয়াসমিন।  তবে অনুষ্ঠান শেষ করার আগেই শারীরিক অসুস্থতার কারনে মঞ্চে পড়ে যান।

পরে তাৎক্ষণিক সাবিনা ইয়াসমিনকে নেওয়া গুলশানের একটি বেসরকারি হাসপাতালে। 

এইচএসবিসি বাংলাদেশ এর আয়োজনে গতকাল শুক্রবার রাতে সাবিনা ইয়াসমিন গান গাইতে ওঠেন। একই মঞ্চে আজ শনিবারও গান গাওয়ার কথা সাবিনা ইয়াসমিনের। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান গাওয়ার কথা এ বরেণ্য শিল্পির।

সাবিনা ইয়াসমিনের অসুস্থতার বিষয়ে সর্বশেষ জানা যায়, তিনি ভার্টিগো (মাথা ঘুরানো) সমস্যায় আক্রন্ত। গতকাল রাতে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ বোধ করেন। পরে রাত সাড়ে দশটায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার একই মঞ্চে  তিনি গান গাইবেন বলে  ইচ্ছা প্রকাশ করেছেন।

-----Ad1----