রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / বিনোদন

কবি নীহার লিখনের বসন্তের কবিতা

প্রকাশ:

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫ || ১২:০৪

193

মুক্তদিন সাহিত্য

কবি নীহার লিখনের বসন্তের কবিতা

কবি নীহার লিখন

নীহার লিখনের কবিতা

 

বসন্ত তো বিরহের- সানাই


মনটা তোমার উড়ুক পাখির ডাকে

আমিও পলাশ ঝুলছি বনের থাকে


মিলন মিলন গাইছে বিরান শুধু

ভাটফুলেরা নাঁচায় পথের ধুঁধুঁ

 

ধুলাবালিও রঙিন জরির মতো

মরমী বাতাস ঢাকছে মাটির ক্ষত


করিম বাউলের ফুলগুলোকে ভেবে

পাচ্ছি তোমার প্রেমের গন্ধ যতো

 

তবুও যেন কিসের একটা ব্যাথাই

রগ রগিয়ে হৃদয় মারে টান

 

বসন্ত তো বিরহের- সানাই

বসন্ত তো ভালোবাসার গান

 

 

 

 

-----Ad1----