
সরকার আজিজের কবিতা
কুশল সংবাদ
বলা ছিলো অঞ্জলি
তবে তারা আনেনি কর্পূর
এনছিল কিছু বকুল ও কুহেলি ভরপুর
তারা ভালোবাসে
হাসে- দিব্যি চুষে চুষে খায় প্রেম
কী দারুণ!
এই কি তবে সেই কাঙ্ক্ষিত হেম?
এই বুকে দুচোখে দুঠোঁটে তুখোড়
লেগে থাকে ঘোর
মিটি মিটি চায়-
কানে কানে নেশায়
ভালোবাসায়
তখন বিমুগ্ধ দুপুর
রাত হয় রাত বাড়ে
আকাশে তারারা হারায়
মিতা ও অমিত উত্তাল সাগর
দুজনে দুজনায় দুহাত বাড়ায়…