রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / বিনোদন

রাহাতুল রাফির কবিতা

প্রকাশ:

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫ || ০৪:৫১

640

মুক্তদিন সাহিত্য

রাহাতুল রাফির কবিতা

কবি রাহাতুল রাফি

  • ব্যবধান

রাহাতুল রাফি
-------------------

শখের মায়াহরিণ কোলবালিশের পরে।

ব্যবধান ঘুচবে কী-
এ যেন লক্ষ যোজন দূরে!

যেন- কী এক আশ্চর্য বন, আমাজন!
অনেক কঠিন, অনেকখানি গহীন!
পাশ ফিরে ফিরে হাঁতড়ে বেড়াই
যেন দিগ্বিদিক খুঁজে বেড়াই দুজন। 

আমাজন পাড় ঘেষা সুবিশাল যমুনা-
যেন কী এক দারুন অসময়
গড়আয়ুর অর্ধেক চরম পয়ত্রিশে বসবাস
মধ্য আষাঢ়ে, মধ্যগগণে
টইটুম্বুর থাকবে জল
থৈ থৈ চারিদিকে শখের হাঁস বারোমাস
কিলবিল করবে ওরা
স্বচ্চ জলে ভেসে ভেসে উঠবে, 
ডুবে ডুবে জলকেলি করবে।

কিন্তু, অযতনে জেগে গেছে চর।
ঝাউবন। 
ফুলে ফুলে হয় না তো সাদা!

এদিকে আমি এ কেমন রাখাল 
বাঁশি হারিয়ে ভুল সুরে গান গাই ভুলভাল।
রাতটা বাড়ে। সুনসান চারিপাশ।
পিনপতন নীরবতা।
ঘন নি:শ্বাসে জেগে থাকি।

রাত বাড়লেই নতুন কিছু ঘিরে ধরে।
ব্যবধান ঘুচে না।
মায়াহরিণ ধরা দেয় না।

আমরা দুজন কোলবালিশের পরে
যমুনা ভেসে গেছে চরে...

আমরা দুজন লক্ষ যোজন দূরে।।
-----Ad1----