
এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোসণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা ফজলুল করীম রসুলপুরী। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মাওলানা জয়নুল আবেদীন। সহ-সভাপতি হিসেবে মাওলানা ইসলাম উদ্দিন, সেক্রেটারি মুফতি আনোয়ার হোসাইন এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে আশরাফ বিন দুলাল দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণার পর মাওলানা ফজলুল করীম রসুলপুরী নতুন নেতৃত্বের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে গফরগাঁওয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করি।"
অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।