রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

.

ভুল করে কিছু খেয়ে ফেললেন, রোজা ভেঙে গেল কী

প্রকাশ:

রবিবার, মার্চ ২, ২০২৫ || ০৯:০১

96

মুক্তদিন ডেস্ক

ভুল করে কিছু খেয়ে ফেললেন, রোজা ভেঙে গেল কী

ছবিঃ সংগ্রহীত

রোজা হচ্ছে সংযম আর আত্নশুদ্ধির মাস। প্রত্যেক সাবালক মুসলিম নর-নারীর জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে।

ইরশাদ হয়েছে, হে, মুমিনরা তোমাদের ওপর রোজা রাখা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীতের ওপর।

মুসলিম মাত্রই এ ফরজ পালন করেন ব্যাপক উৎসাহ নিয়ে। কিন্তু রোজা পালন করা অবস্থাতেও অনেকেই ভুল করে কিছু খেয়ে ফেলতে পারেন। এমন বিষয় নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে সব সময় একটা প্রশ্ন বা সংশয় কাজ করে যে, ভুল করে কিছু খেয়ে ফেললেও কী রোজা ভেঙে যায়।

এমন সংশয়ের বিপরীতে বলা যায়, ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না (বুখারি শরীফ ১/২৫৯)। তবে খাবার মুখে দেওয়ার পর যখনই মনে আসবে যে তিনি রোজা, তখনই খাবার মুখ থেকে ফেলে দিতে হবে।

রোজা মুসলমানদের জন্য সংযম শিক্ষার সময়। মূলত তিনটা কারনে রোজা ভেঙে যায়ঃ -স্ত্রী সম্ভোগ ও ইচ্ছাকৃত পানাহারের কারনে রোজা ভেঙে যায়। এছাড়া নারীদের ঋতুস্রাবের কারনে রোজা ভেঙে যায়।

-----Ad1----