
পুলিশের এই অভিযানটি চালানো হয় আজ রোববার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার হালিউড়া গ্রামে অবস্থিত একট নরসুন্দরের দোকানে সেলুন)। তল্লাশি চালান নান্দাইল মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাহেদুল ইসলাম। শরীফের অন্তর্বাস তল্লাশি করে ১২টি ও তাঁর বাড়ি থেকে আরও ৫০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফ মিয়া নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা বড়ি বিক্রি করে আসছেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাঁকে ধরতে পারেনি। আজ রবিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানার একদল পুলিশ সাদা পোশাকে স্থানীয় বাজারে যায়। ওই বাজারের একটি সেলুনে বসে ক্ষৌর কর্ম করাচ্ছিলেন শরীফ মিয়া। ওই অবস্থায় তাঁর দেহ ও অন্তর্বাস তল্লাশি করে কাঙ্খিত বস্তুগুলোসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।