প্রিয়মুখ শচীন রংদীর মহাপ্রয়ানে
অরন্য চিরান
আজ তোমার চির প্রস্থানে
বাকরুদ্ধ আমরা সবাই
কাঁদে তোমার টিলা ঘর
কাঁদে প্রিয় মাধু, দিপংকর, ডালিয়া
সোহার্ত আর ভানু রুরাম।
শোকে কাতর চিরচেনা মুখ ছোট ভাই
বেনেডিক, কেনেদিক আর তোমার মায়ের
রেখে যাওয়া সবার ছোট নিকশন রংদী
যে মাতৃহীনভাবে বেড়ে উঠে
একজন পাস্টার হয়ে উঠেছে।
তোমার মাধ্যমে আমিও পেয়েছিলাম
প্রিয় ভানুদিকে, যে একসময় সুন্দর পরামর্শ দিয়ে জীবনকে ছন্ধময় করেছিলো আমার
তাঁর কথাও তুমি চিন্তা করলে না
কেমন করে চলে গেলে তাকে একা ফেলে।
জীবদ্দশায় তুমি হাজারো ছাত্রকে মানুষ করেছো
আজ তারা দেশ মানুষের সেবা করে যাচ্ছে নিয়ত
আজও তাদের স্মৃতির পাতায় তোমার নাম লিখা
তাদের কথাও কি তোমার আর মনে পরে না গুমি।
আজ তোমার মহাপ্রয়াণে শুধু ছোট্ট নিবেদন
ঈশ্বর যেন তোমায় দান করে সুখের স্বর্গ
যেখানেই থাকো ভালো থেকো তুমি।