রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

সাবেক ব্যাংক কর্মকর্তা বজলুর রশিদ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ:

রবিবার, মার্চ ৯, ২০২৫ || ১২:৪৮

73

রোবেল মাহমুদ, গফরগা৭ও

সাবেক ব্যাংক কর্মকর্তা বজলুর রশিদ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বজলুর রশিদ মতিন। ছবি সংগ্রহীত
গফরগাঁও শিবগঞ্জ রোড এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মো. বজলুর রশিদ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০২৪ সালের ৯ মার্চ তিনি মারা যান। বজলুর রশিদ মতিন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার।বার্তা২৪ ডট কমের ময়মনসিংহ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তোফায়েল আহমেদের বাবা তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন
বজলুর রশিদ মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের নিজ বাসা গফরগাঁও পৌরসভার ষোলহাসিয়া শিবগঞ্জ রোডের ( নং গলি) বাসায় কুরআন খানি, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে।
-----Ad1----