বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

‘এখনই দেশে কমছে না জ্বালানি তেলের দাম’

প্রকাশ:

মাঘ ৪ ১৪২৮ || সন্ধ্যা 6:55

101

মো: তানজিম হোসেন

‘এখনই দেশে কমছে না জ্বালানি তেলের দাম’

ছবি : সংগৃহীত

বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক দেশেই জ্বালানি তেলের দাম কমছে। কিন্তু বাংলাদেশে এখনই সমন্বয় করা হবে না বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আন্তর্জাতিক বাজার এখনো অস্থিতিশীল বলে দাবি তার।

রোববার (১১ ডিসেম্বর) রাজধানীতে আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

করোনার পর চাপে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। সংকট মোকাবিলায় সারা বিশ্বে বেড়েছে জ্বালানি চাহিদা। যে কারণে বেড়েছে দাম। তা আরেক ধাপ বাড়িয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

ডিজেলের দাম ছাড়ায় ব্যারেল প্রতি ১২৭ ডলার। বিশ্ববাজারের সাথে সমন্বয়ের যুক্তিতে এক বছরে দুবার দেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। অপরিশোধিত ডিজেলের দাম কমে ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। তাহলে এবার কি বাংলাদেশেও দাম কমবে?

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে ৫ গুণ। এলএনজি সংযোজন ছাড়াও বেড়েছে গ্যাসের সরবরাহ। এমন উন্নয়নে বিএনপি ঈর্ষান্বিত বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা, উদ্ভাবনী ও টেকসই সমাধান বের করার আহ্বান জানান বক্তারা।