বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

প্রকাশ:

বুধবার, জানুয়ারী ৮, ২০২৫ || ০৬:১৫ PM

80

মুক্তদিন প্রতিবেদন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

ছবি : সংগৃহিত

লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপাসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকালে ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহন করা বিশেষ বিমানটি হিথরো বিমানবন্দরে পৌঁছে।

এর আগে বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় খালেদা জিয়াকে বহন করা বিমানটি হযরত শাহ জালাল  আন্তজার্তিক বিমান বন্দর থেকে ছেড়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেছেন। হিথরো বিমান বন্দরে খলেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর বড় ছেলে তারেক রহমান এতে প্রায় আট বছর পর মা খালেদা জিয়ার সঙ্গে দেখা হল ছেলে তারেক রহমানের। 


পূর্ব ঘোষিত সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে খালেদা জিয়ার বাড়ির সামনে ও বিমান বন্দর পর্যস্ত সড়কে ছিল বিএনপির নেতা-কর্মীদের উপচে ভিড়।

কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

বিমান বন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিদায় জানান। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনজটিল রোগে ভুগছেন বারবার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার অনুমতি দেয়নি।