বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

ময়মনসিংহে বই বিনিময় উৎসব

প্রকাশ:

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫ || ০৫:০৬ PM

51

মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহে বই বিনিময় উৎসব

ছবি : মুক্তদিন

টাকা দিয়ে বিই কেনা নয়, বই দিয়ে পছন্দের বেই নেওয়া। এমন কার্যক্রম নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব। আজ শুক্রবার সকাল নয়টা থেকে ময়মনসিংহ বই পরিষদের উদ্যোগে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। উৎসবে বইপ্রেমীরা বেশ আগ্রহ নিয়ে উপস্থিত ছিলেন। বই বিনিময় ছাড়াও অনেকেই ব্যতিক্রমি এ আয়োজন দেখতেও আসেন।

ময়মনসিংহ বই পরিষদের প্রতিষ্ঠাতা স্বচ্ছ দে বই বিনিময় উৎসবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি আমাদের চতুর্থ আয়োজন। এর আগে তিনবার আমরা বই বিনিময় উৎসব করেছি। আগের বছরের বই বিনিময় উৎসবে ৪৫ জন বই প্রেমী নিজেদের বই দিয়ে আমাদের সংগ্রহ থেকে বই নিয়েছেন। এবারও অনেকেই বই বিনিময় করতে আসছেন। মূলত মানুষকে বই পড়ায় আগ্রহ তৈরি করতে আমরা এমন আয়োজন করছি।