বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

অবশেষে আসছে কি কাঙ্খিত শীত

প্রকাশ:

বুধবার, জানুয়ারী ৮, ২০২৫ || ১২:১২ PM

116

মুক্তদিন প্রতিদবেদন

অবশেষে আসছে কি কাঙ্খিত শীত

ছবি : মুক্তদিন

সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে গরমের তীব্রতা। বছরের বেশির ভাগজুড়েই গরমে মানুষের হাসফাঁস দশা। যে কারনে হেমন্ত কাল আসতেই মানুষের শুরু হয় শীতের জন্য অপেক্ষা। চলতি মৌসুমে মানুষের সে অপেক্ষার পালা বুঝি শেষই হচ্ছে না। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আগমীবার্তা ঠিকঠাক ভাবেই ছড়িয়েছিল। কিন্তু মেঘলা আকাশের যে ভাব চলে যায় কয়েকদিনের মধ্যে। বরং পৌষের শেষদিকে এসে তাপমাত্রা বেড়ে যায়। এতে নাগরিক জীবনে বেড়ে যায় শীতের প্রতি আকাঙ্খা।

অবশেষে সে কাঙ্খিত শীত বুঝি আসতে যাচ্ছে। আবহওয়ার আগামবার্তা অনুযায়ী আজ বুধবার থেকে আগামী কয়েকদিনে বাড়তে পারে শীতের তীব্রতা। আজ বুধবার সকাল থেকে ঢাকাসগ দেশের বিভিন্ন জেলায় দেখা মিলছে না সূর্যের। বিভিন্ন জেলায় সকাল থেকেই ছিল হিমেল বাতাস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। থাকতে পারে কুয়াশাও। দিনের তাপমাত্র কমতে পারে সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শীত আরও কিছুটা বাড়তে পারে।