প্রকাশ:
বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫ || ০৯:৫৩ PM
দেখা হয়েছে 46
নিজস্ব প্রতিনিধি :
হোম /
সারাদেশ
কাওয়ালির আসর ও মাজারে হামলা-ভাঙচুর
প্রকাশ:
বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫ || ০৯:৫৩ PM
46
নিজস্ব প্রতিনিধি :
ছবি : সংগৃহিত
ময়মনসিংহে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে মাজারে হামলা হয়। এসময় মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর থানার ঘাট এলাকায় মাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠান চলাকালীন এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাত তিনটার দিকে মাজারে হামলা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক লোক নগরীর থানাঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়।
কাওয়ালি অনুষ্ঠানের শিল্পী মিজান বাউলা বলেন, ৪৫ বছর ধরে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, ‘দোয়া ও সামা কাওয়ালি’ অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন হয়নি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন একদল হুজুর এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন আহত হয়েছে। এ সময় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।এরপর তারা মাজারটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা সারোয়ার হোসেন বলেন, ‘কাওয়ালি অনুষ্ঠানে নারী ও পুরুষ একসঙ্গে নাচ-গান করছিল। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মুসুল্লি ও ছাত্ররা মিলে হামলা চালিয়েছে।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদ্রাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চে ও মাজার ভাঙচুর চালিয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।