এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিবেশসহ হাসপাতালে সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধীর গতিতে চলছে প্যাথলজি সেবা, একটি রক্ত পরীক্ষার রেজাল্ট পেতে ৩ দিন অপেক্ষা করতে হয়। জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ নেই। পরিচালকের চেইন অব কমান্ড মানছেন না কেউ। এমতাবস্থায় হাসপাতালের সার্বিক মানন্নোয়নের জোর দাবি জানান তারা। দাবি মানা না হলে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারিরা। পরে মানববন্ধন শেষে হাসপাতাল পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ ফোরামের সমন্বয়ক কবি সরকার আজিজ, কবি এহসান হাবীন, সাঈদ ইসলাম, এডভোকেট আহসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সন্বয়ক তানজিল হাসান মুনিম।