বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

ময়মনসিংহের যৌন পল্লী থেকে উদ্বার করে তিন কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশ:

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ || ০৭:৩৬ PM

41

মুক্তদিন ডেস্ক

ময়মনসিংহের যৌন পল্লী থেকে উদ্বার করে তিন কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ছবি : সংগৃহিত
ময়মনসিংহ নগরে অবস্থিত যৌন পল্লী থেকে তিনজন কিশোরীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার এ কিশোরীকে তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরীরা সুস্থ জীবনে ফিরে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করে।
জেলা গোয়েন্দা পুলিশের দেওযা বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দুই বছর আগে রংপুর নগরের বাসিন্দা একজন তরুণী প্রতারকের খপ্পরে পড়েন। ওই প্রতারক তরুনীকে ঘুমের ওষুধ সেবন করিয়ে অজ্ঞান করে ময়মনসিংহের যৌন পল্লীতে বিক্রি করেন দেয়। এরপর থেকে ওই কিশো্রী নিজের ইচ্ছার বিরুদ্ধে যৌন পল্লীতে আটেকে ছিলেন। গত বৃহস্পতিবার ওই কিশোরী কৌশলে তার মাকে ফোন করে নিজের অবস্থান জানান। পরে ওই কিশোরীর অভিভাবক ময়মনসিংহের পুলিশ সুপারকে এ ঘটনা জানান। পুলিশ সুপার তাৎক্ষণি ডিবিকে নির্দেশ দেন ওই তরুণীকে উদ্ধার করার।পরে ডিবি পুলিশের দল যৌন পল্লীতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। পুলিশের অভিযানের সময় আরও দুইজন কিশোরীকে যৌন পল্লী থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে ডিবি তাদেরকেও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।