বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

হলের সিট নবায়ন নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আনন্দ মোহন কলেজ ৩ দিন বন্ধ

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫ || ১২:১৩ PM

58

মুক্তদিন প্রতিবেদনঃ

হলের সিট নবায়ন নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আনন্দ মোহন কলেজ ৩ দিন বন্ধ

ছবি : মুক্তদিন

হলের সিট নবায়ন নিয়ে  শিক্ষার্থীদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের জেরে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ তিন দিনের জন্য বন্ধ করা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজের সকল হল অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লহ এ সিদ্ধান্তের কথা জানান।

আজ সোমবার সকাল আটটার মধ্যে তিনটি হলের শিক্ষার্থীদের হল ছাড়ার কথা রয়েছে। সিন্ধান্ত মেনে অনেক শিক্ষার্থী হল ছাড়লেও অনেকেই রয়ে গেছে বলে জানা যায়।

কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান,  আনন্দ মোহন সরকারি কলেজের  ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য পাঁচটি হলে রয়েছে। প্রতি বছর শিক্ষার্থী ৭ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য সিট নবায়ন করে। এ বছর শিক্ষার্থীদের দাবির মুখে নবায়ন ফি ৫০০ টাকা কমানো হয়েছে।  ৫০০ টাকা কমানোর পরও কিছু শিক্ষার্থী নিজেদের সিট নবায়ন না করেই হলে থেকে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ওই শিক্ষার্থীদের বিরোধ তৈরি হয়। এর জের ধরে গতকাল রোববার বিকালে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজের অধ্যক্ষ আমান উল্লহ বলেন, শিক্ষার্থীদের সংঘর্ষ ও বিরোধের কারনে হল ও কলেজ বন্ধ করা হয়েছে। প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।