বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে আটকের পর পুলিশের গাড়িতে হামলা-ভাচুর

প্রকাশ:

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ || ০২:৪৫

30

মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে আটকের পর পুলিশের গাড়িতে হামলা-ভাচুর

ছবি : সংগ্রহীত

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীবকে অস্ত্রসহ আটকের সময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ খেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

আটককৃত ছাত্রদল নেতা বুলবুল আহমেদ সজীবকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এ ঘটনায় অস্ত্র আইনে ও পুলিশের কাজে বাধার দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত ব্ক্তব্যে বলা হয়,গতকাল সোমবার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  জনাব মো. শামীম হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরের থানাধীন বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় ওই এলাকা থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমদে সজিব (৩০)-কে আটক করেন আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে আসামির শরীর তল্লাশি করে তার কোমরের পিছন দিকে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় একটি বিদেশী পিস্তল৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পায় পুলিশ।

এ ঘটনার কিছুক্ষণ পরে আটককৃত সজীবের আত্নীয়-স্বজন ও ২০০ থেকে ২৫০ জন সমর্থক ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপর আক্রমন করে এবং গাড়িতে হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশের রিকুইজিশন করে ব্যহহার করা মাইক্রোবাসটিতে ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে।