রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

ময়মনসিংহ নগর

দিনভর বন্ধ ইজিবাইক, নগরবাসীর দুর্ভোগ

প্রকাশ:

রবিবার, জানুয়ারী ২৬, ২০২৫ || ০৮:১৪

389

মুক্তদিন প্রতিবেদনঃ

দিনভর বন্ধ ইজিবাইক, নগরবাসীর দুর্ভোগ

ছবি :মুক্তদিন
সিটি করপোরেশনের সড়ক ভাগ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ আজ রোববার সকাল থেকে ময়মনসিংহ নগরে বন্ধ ছিল ইজিবাইক চলাচল। এতে নগরের মানুষ দিনভর চরম দুর্ভোগে পরে।
ইজিবাইক চালকদের দাবি, তারা নগরের সব সড়কেই ইজিবাইক চালাতে চান। অপর দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন সম্প্রতি ময়মনসিংহ নগরে যানজট কমানোর উদ্দেশ্য ইজিবাইক চলাচলের জন্য সড়ক ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিটি করপোরেশন নগরের ছয়টি সড়ককে ভাগ করে নির্ধারিত ইজিবাইকগুলোকেই ওই সড়কে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্তের  প্রতিবাদে এর আগে গত ১৯ জানুয়ারি সকাল ছয়টা থেকে বেলা ২টা পর্যন্ত ইজিবাইক চলাচল বন্ধ করে সড়কে প্রতিবাদ সমাবেশ করেন চালকেরা। ওই দিন চালকেরা ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অবরোধও করেন। তবে সিটি করপোরেশন সড়ক ভাগ করে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় আজ সকাল থেকেই আবারও ইজিবাইক চলাচল বন্ধ রেখেছেন চালকেরা।
ইজিবাইক চলাচল বন্ধ থাকায় আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ নগরের ব্যস্ততম মোড়গুলোতে মানুষের ভিড় দেখা যায়। নগরের একমাত্র গণপরিবহণ ছিল ব্যাটারিচালিত রিকশা। রিকশা না পেয়ে মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছে। আজ সন্ধ্যায় নগরের চরপাড় এলাকা, নতুন বাজার, গাঙ্গিনারপার ও জিলাস্কুল মোড়ে দেখা যায় অসংখ্যা মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে মানুষ।
এ সময় কয়েকজন পথচারীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, ইজিবাইক বন্ধ থাকায় সারাদিন তারা দুর্ভোগ পোহান। মানুষের দুর্ভোগের পাশাপাশি বাড়তি টাকাও গুণতে হয়েছে রিকশায় চরে।

-----Ad1----