
প্রকাশ:
মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫ || ১১:২২
দেখা হয়েছে 120
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
সারাদেশ
ছবি : সংগ্রহীত
ময়মনসিংহের পাটগুদাম ব্রিজে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঈশ্বরগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ:
মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫ || ১১:২২
120
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহজাহান কবির (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামে।
গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার বেলা ৩ টার দিকে ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. অলি উল্লাহ সরকার। নিহতের শাহজাহান ইয়াকুব আলী মাস্টারের ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান কবির ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মধুপুর বাজারে একটি ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের শোরুমের ব্যবসা করতেন। রোববার দুপুরে মধুপুর বাজারের তার বাসা থেকে ব্যবসায়িক কাজে বের হয়েছিলেন শাহজাহান। সাথে ছিল ১ লাখ টাকা। পথে ময়মনসিংহ ব্রিজে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। শাহজাহানের কাছ থেকে ১ লাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে।